আলোকিত মনটা করো
বিবেকের দাও পরিচয়,
স্বার্থ ভুলে সবার তরে
করলে কর্ম পাবে জয়।
সত্য ন্যায়ের পথেই আছে
সফলতার মূল সোপান,
অসৎ পথে চলো যদি
ঘোর বিপর্যয় যাবে মান।
লোভ ও লিপ্সা মনের মাঝে
যত বেশি দেবে ঠাঁই,
ন্যায়ের বলি দিয়ে তুমি
কৈতব শেষে সাজবে ভাই।
মানবতা জাগাও মনে
নিঃস্বার্থে দাও সেবা কাজ,
প্রভুর আশিস পাবে তবে
করবে ভবে সুখে রাজ।
দেশ ও দশের করলে সেবা
ভরবে আলোয় হৃদি প্রাণ,
ভবের মাঝে পুণ্য কাজে
জাতির মনে পাবে স্থান।