অন্তরে নিতি বিরহের স্মৃতি
হৃদয়ে বিষাদ ভরে,
অশ্রু নয়নে আসে ক্ষণে ক্ষণে
চিত্ত উতল করে।
নিশি প্রহরের সাথে বেদনের
কত রূপ রাগ মেলা,
চরাচর মাঝে চেয়ে দিন সাঁঝে
স্মৃতি নিয়ে কাটে বেলা।
জীবনের ভেলা নিয়ে একেলা
ফিরি খুঁজে তোমা প্রিয়া,
ধাই অজানায় দূর ঠিকানায়
দিশেহারা হয় হিয়া।
হারায় তোমারে খুঁজি বারে বারে
রিক্ত যে মন প্রাণ,
এসো প্রিয়া ফিরে শূন্য এ নীড়ে
হৃদি মাঝে দাও স্থান।
সাথী হারা হয়ে থাকি দুখ লয়ে
নির্জনে তব আশে,
অভিমান ভুলে এসো হৃদি কূলে
দাও ভরে সুখ রাশে।