পথের ধারে শীতের ভোরে
বাণী মাসি নিয়ম করে,
ধরিয়ে উনুন বানায় চা
খায় যত লোক আমেজ ভরে।
শ্রমিক, চাষি যেতে পথে
বসে এসে দোকান সবে,
জুত করে খায় গরম চা
মিলে দলে গল্প রবে।
ডেকচি ভর্তি তাইতো মাসি
বানিয়ে চা বেজায় মেলা,
করে বিক্রি কষ্ট সাথে
রোজ নিয়ত ভোরের বেলা।
পরিবার তরে কর্ম এমন
দায়িত্ব সব একাকী তার,
রুগ্ন স্বামী নেইকো স্বজন
চা বিক্রিতে চলে সংসার।