স্মৃতির শহরে অনন্ত কথা জাগ্ৰত মন মাঝে,
ছায়া ঘেরা পথ সবুজ উধাও দেখে হৃদে ব্যথা রাজে।
ছিল গাছে ভরা রাস্তা ও ঘাট জলাশয় মাঠ কত ,
আজ দেখি নেই হয়েছে সৃষ্ট প্রাসাদ পাহাড় মত।
বৃক্ষ নিধন পুকুর ভরাট কংক্রিট সব পথ,
অতি আধুনিক প্রগতি পিছনে ছুটছে সমাজ রথ।
বিস্মৃত হয়ে ঘুরে ঘুরে ভাবি অতীতের দিনগুলো,
অশ্রুসজল হয়ে আঁখি ঘোর দেয় ব্যথা স্মৃতিগুলো।
খেলতাম কত সাঁতরে যেতাম এপার ওপার সুখে,
শ্যামলিমা ভরা প্রকৃতির মাঝে আনন্দে হাসি মুখে।
বন্ধুরা মিলে যেতাম পার্কে খেলেছি কতই খেলা,
পরিবর্তন, হয়েছে যে আজ হারিয়েছে রূপ মেলা।
কত আনন্দ, ভালোবাসা এই রাস্তা শহরে নিতি,
বৃষ্টিতে ভেজা, বসন্তে ফাগ স্মৃতি মাখা কত প্রীতি।
ছিল অনুভূতি পায়ে হাঁটা পথে, আলে খালে নদী বাঁকে,
রাতে পথে যেতে বাল্বের আলো, টানা রিক্সারা হাঁকে।
চেয়ে চেয়ে দেখি বিজ্ঞাপনেই ঢেকেছে শহর আজ,
নিয়ন আলোয় ঝলমলে রাত ট্রাম-হীন, অটো রাজ।
ট্যাক্সি বদলে হয়েছে যে ক্যাব , টোটো, ই-রিক্সা চলে,
মেট্রো রেলের সৌজন্যতে যাত্রী খুশিতে ঢলে।
দোতলা বাসও দেখিনা এখন গিয়েছে কত কি টুটি,
ডাক পিয়নের কাজ নেই আর রানারের তাই ছুটি।
কত ঐতিহ্য কালের অতলে হারিয়ে হয়েছে ক্ষয়,
আজ সেই সব অবলুপ্ত যে হচ্ছে ক্রমশঃ লয়।