বাবা আমার হৃদয় মাঝের খুবই প্রিয়জন,
সংসারের কর্তা ছিলেন বড়ই আপনজন।
বাবা মানে মাথার উপর বটের বিশাল ছায়া,
বুকের মাঝে গোপনে রাখা স্নেহ আদর মায়া।
বাবা মানে সকল আবদার অকপটে বলা,
জীবন পথে নিরাপত্তা আর নিশ্চিত মনে চলা।
সত্য পথের আলো দেখান সৎ শিক্ষা দিয়ে,
বিপদের আঁচ দেয় না লাগতে সকল দায়িত্ব নিয়ে।
আজ তুমি নেই তবুও আছো আমার গহীন মনে,
তোমায় মনে পড়লে আসে অশ্রু আঁখি কোণে।
স্নেহ ভরে আশিষ দিয়েছো হাতটি রেখে মাথায়,
আজ সেসব যে স্মৃতি হয়ে আছে মনের পাতায়।
নাবিক ছিলে জীবন তরীর বুঝিনি তো আগে,
খেলা আড্ডায় মেতে কাটাই জীবনের পুরো ভাগে।
তেমন যত্ন নিইনি তোমার দিইনি সময় সাথে,
আজ আফশোষ করে মরি কেবল হতাশাতে।
আকাশ তারার মাঝে তাকিয়ে খুঁজি যে গো তোমায়,
মনের মধ্যে প্রশ্ন জাগে আছো তুমি কোথায়?
ভালো থেকো বাবা তুমি এই প্রার্থনা করি,
সুখ আনন্দে থেকো সদা শান্তিতে মন ভরি।