আজব দেশের গল্প শুনো
পাবে মজা ভালো,
রাতে সেথায় সূর্য ওঠে
দিনে চাঁদের আলো ।
আকাশ আবার সবুজ রঙা
নেইকো নীলের দেখা,
গাছগাছালি লাল রঙা সব
পাতায় হলুদ রেখা।
গরু ছাগল পোষ্যগুলো
ঘুমোয় ঘরে খাটে,
ঘাস বিচালি খেয়ে মানুষ
কেবল জাবর কাটে।
কলাপাতার নৌকা চলে
বালির উপর দিয়ে,
জলে ভাসে কাগুজে নাও
হাজার যাত্রী নিয়ে।
ঘোড়ায় টানা গাড়ি যত
হাওয়ায় ভেসে চলে,
নিমেষে সে পৌঁছিয়ে দেয়
গন্তব্যের স্থলে।
মাছ সেখানে ডাঙায় চরে
ধরে নাকো জেলে,
আড্ডা মারে মানুষ সাথে
ক্রিকেট ফুটবল খেলে।
কুকুর সেথা রান্না করে
হাতা খুন্তি দিয়ে ,
বানরেরা চষে জমি
কোদাল লাঙল নিয়ে।
আজব দেশের অবাক বিষয়
বলবো কত আর,
বাস্তবে তার নেই ঠিকানা
স্বপ্নে পরিস্কার।