আমার যে মা ইচ্ছে করে
ওই পারে যে যেতে,
নদীর ধারে হলুদ রঙের
সরিষা ফুল খেতে।
নৌকা বাঁধা যেখানে গো
সারি সারি আছে,
সাঁতার কেটে সেইখানেতে
যেতে মাঝির কাছে।
ডিঙায় চড়ে জালটি ফেলে
মাছ ধরে সব জেলে,
যাই ছুটে মা সেইখানে যে
তোমার আশ্বাস পেলে।
ধেনু নিয়ে রাখাল যেমন
বাজায় বাঁশি সুরে,
আমারও মা ইচ্ছে করে
তার সাথে যাই দূরে।
সারাদিবস মেতে আনন্দে
খেলতাম মাঠের ‘পরে,
সন্ধ্যে হলে আসতাম ফিরে
তোমার কোলে ঘরে।
দাওনা মা’গো একটি বার
যেতে নদীর ওপার,
যেথায় ঢেউয়ে নৌকা নাচে
বাঁধা সারে সার।