নারীর আছে অলিক শক্তি
ধৈর্য সহ্য ন্যায় কর্তব্যে ভক্তি।
প্রয়োজনে পরাক্রমী বিঘ্ন নাশনে,
রণ মূর্তি ধরে শত্রু দমনে।
ইচ্ছে করলে সব পারে নারী,
ত্যাগে প্রেমে অজেয়,সন্তান সৃষ্টিকারী।
সব সুধা মধু, সবটুকু ঘ্রাণ,
নিঃশেষে করে নারী সব দান।
প্রিয়া হয়ে বধূ হয়ে –
হয়ে সন্তানের মাতা,
সংসার নির্বিঘ্নে রাখেন হয়ে ত্রাতা।
এ বিশ্ব সংসারের হোম অনলে,
নারীই আনে মঙ্গল দীপের পবিত্র সত্তা।
নবীন উষার ন্যায় স্নিগ্ধ কোমল হলেও
জেনে রেখো জগৎ হোমানলের একমাত্র নারীই হোতা।