আবেগের কৌতূহলে বারান্দায় আসা
সদা রয় প্রতীক্ষায় ব্যস্ত মনোরথ,
মন অন্তরে বিরাজিত গোপন পিয়াসা
ইমন রাগে বসন্তের প্রেমঘন পথ।
আতরে সুবাসিত অনুরাগী মনে
মধুর মিলনানন্দে জাগে ঢেউ নব,
গোধূলির মেঘমালার সোহাগী আলাপনে
মুগ্ধতায় অনাবিল আনন্দে ভেসে রব।
প্রেয়সী ঘাটে ভীরবে বসন্তে আদৃত তরী
রঙ লালিমায় দূরের আকাশ রাঙা উজ্জ্বল,
স্বপ্নমুখর অবুঝ মনে বাজে আশাবরী
আকাঙ্খার প্লাবন হৃদে বয় অবিরল।
প্রীতি ভালোবাসার মালা গেঁথে আছি চেয়ে
জ্যোৎস্না ধোয়া রজনীতে আসবে প্রিয় ঘরে,
চিত্ত হবে বিগলিত উষ্ণ ছোঁয়া পেয়ে
দু’চোখ পুলকিত অতিশয় আনন্দ হৃদি ভরে।
আপ্লুত অন্তরে রাগ অনুরাগের দারুণ অনুভূতি,
চেতনাতে পূর্ণতার প্রণয় আবেশ ছায়,
আঁচল ভরে সুখ কুড়াবো মনে আশার দ্যুতি
নিরন্তর ভাসবো দোঁহে প্রেম যমুনায়।