বেদুইন মন দূর অজানায় চায় যে হারিয়ে যেতে,
বলাকার পাখে গোধূলি রঙের লালিমা আভায় মেতে।
কখনো আবার কল্প উড়ানে যায় ভেসে নভ মাঝে,
নিমেষ মধ্যে যেথা পরিদের নর্তন গীত রাজে।
আবার যখন তুষার পাহাড় হাতছানি দিয়ে ডাকে,
যায় ছুটে চলে খুশি ভরা মনে হৃদ প্রশান্ত থাকে।
মরুভূমি মাঝে মরীচিকা টানে পিপাসিত হয়ে হায়,
মরিয়া তখন বেদুইন মন মরু উদ্যানে ধায়।
উটের পিঠেতে যায় চলে কভু মরু সাহারার দেশে,
মরুঝড় মাঝে দিশাহীন হয়ে ফিরে মুশাফির বেশে।
ঝরনা ধারায় উছল হয়ে ছুটে ছুটে যায় সনে,
ছন্দে ছন্দে জলতরঙ্গে আনন্দ ভরা মনে।
সাগরের পানে যায় চলে কভু অরূপ রতন খোঁজে,
ডুবুরির বেশে বেদুইন মন হারায় অতলে মোজে।
চাঁদনি নিশীথে আকাশের কোলে তারাদের সাজ দেখে,
বেদুইন মন ধেয়ে যায় বেগে জোনাকির আলো মেখে।
বাউলের সাথে রাঙা মাটি পথে পথভোলা হয়ে ঘুরে,
মন গহীনের ব্যথা থাকে ভুলে একতারা বোল সুরে।
ক্যারাভানে করে যেতে যেতে কভু নদী তট যদি মেলে,
বেদুইন মন ভাটিয়ালি গায় নৌকার দাঁড় ঠেলে।
সময়ে সময়ে বেদুইন মন মানেনা নিষেধ কিছু।
নিরুদ্দেশের পথে ছুটে চলে উতল বায়ুর পিছু।