চকচক করলেই খাসা সে তো নয়,
অন্তরে মেকি ভাব যদি মিশে রয়।
কত লোকে বলে কথা মিঠে ভাষে হায়,
সময়ের সাথে দেখি কটু ভাব তায়।
চকচকে দেখে যদি সোনা ভাবো মনে,
অবশ্য ঠ’কে যাবে তুমি ভ্রম সনে।
সবকিছু ভালোভাবে বিশদে না জেনে,
গুরুত্ব দিয়ে বেশি নিও নাগো টেনে।
অহমিকা মনে ভাব বড়লোকি চাল,
ঝকমকে সাজ সাথে রকমারি তাল।
এমনও আছে কত সমাজের মাঝে,
অমূল্য ভেবে শেষে ভ্রমে দুখ রাজে।
বাইরের আবরণ চকচকে হলে,
ভেবোনাকো তারা সবে ভালো হৃদি তলে।
রাংতায় মোড়া যত জিনিসের চল,
চোখে ধাঁধা লাগায় যে নকলের ঢল।