চেনা তবু অচেনা
কেন তারে লাগে!
দেখে তাকে মন মাঝে
কত কথা জাগে।
অতীত স্মৃতির ঝাঁপি খুলে
ভাবি বসে একা,
এই কি শৈশবের সুজন সখা
যার সাথে পথে নিতি হতো মোর দেখা।
চেনা তবু অচেনা
কেন তারে লাগে!
দেখে তাকে মন মাঝে
কত কথা জাগে।
অতীত স্মৃতির ঝাঁপি খুলে
ভাবি বসে একা,
এই কি শৈশবের সুজন সখা
যার সাথে পথে নিতি হতো মোর দেখা।