কতদিন পরে হলো
দেখা দুজনাতে,
চাঁদনী আলোকে
জোছনা আভাতে।
শ্রাবণের বিদায়
শরৎ স্বচ্ছ রাত,
বসে নিরালায়
রেখে হাতে হাত।
পুনম রাতের খুশি
মনে প্রেম আধার,
সোহাগ ঝরনা ধারা
মনে দুজনার।
সুখ দুখ ব্যথা গাথা
হয় আলাপন ,
বহুদিন পরে মনে
প্রেম শিহরণ।
হৃদি মাঝে বসন্ত ছায়
সহাস্য বদন,
সুখে দুখে রব সাথে
করি দোঁহে পণ।