শপথের চিঠি হাতে নিয়ে সবে
এসো দ্রুত দলে দলে,
দুর্বার হয়ে জাতি ভেদ ভুলে
চলো দুর্দম বলে।
ভয় দূরে ঠেলে হিম্মত নিয়ে
ধরো সবে হাতে হাত,
ভীষণ গর্জে প্রতিবাদী হয়ে
ঘুচাও আঁধার রাত।
দু্র্গম গিরি মরু কান্তার
অবাধে পেরিয়ে যাও,
শপথ বারতা দিক দিগন্তে
নিমেষে ছড়িয়ে দাও।
পথে যত ভয় করে সব জয়
বীরবিক্রম সাথে,
বজ্রকঠিন মনোবল নিয়ে
চলো সদা দিনে রাতে।
অগ্ৰগতির প্রেরণা জাগাও
দেশ প্রান্তরে ঘরে,
মহাজাগরণ বার্তা ছড়াও
রেখে শির উঁচু করে।