মাঝে মাঝেই ভেসে ওঠে অন্তর মাঝে
কত হিসেব নিকেষ চুপকথাদের,
বিরহ বেদনার বিদগ্ধ চিত্র অথবা
ভালোবাসার আনন্দঘন দিনের।
সময়ে সময়ে স্মৃতিগুলি ভালোই লাগে
অতীত স্মৃতি চারণে মনে খুশি ভরে,
জীবন প্রান্তে বেলা শেষে যখন
একাকীত্বতা আষ্টেপিষ্টে ঘিরে ধরে।
কত সুখকর স্মৃতি, শৈশব, যৌবনের
স্মৃতি গাথায় রাজে,
মন উদাসী হয়ে অজানায় হারায়
সকাল সাঁঝে।
ছোটোবেলায় পাড়ার ছেলেমেয়ে মিলে খেলা
কালবৈশাখী ঝড়ে বৃষ্টিতে ভিজে আম কুড়ানো,
কলেজের সেই রোমান্টিক দিনগুলোর সুখ মেলা
খুশি আনন্দের স্মৃতি অন্তরে আজও জড়ানো।
সংসার জীবনের অনেক স্মৃতি
যেমন সুখকর, আছে বেদনারও।
আজ জীবনের প্রান্ত বেলায়
ফেলে আসা স্মৃতিগুলিই সাথী,
হৃদ সায়রে ভেসে বেড়ায়
দোলা দেয় অন্তরে দিবা রাতি।