বসন্তের আগমনে পলাশের হাসি
পিক ডাকে কুহু কুহু উদাসীন মন
রক্তিম আভায় ভরা ফুল ডালি রাশি
প্রেমিকের অভিসার হৃদে অনুক্ষণ।
ফাগুন আগুনে ছায় মনে প্রেম জ্বালা
ফাগ রঙের নেশায় বসন্তের রাজ
অশোক শিমুল ফুলে ধরা গাঁথে মালা
বন বনানীর মাথে লালিমার তাজ।
খুশির আবেশে বহে দখিনা বাতাসে
নীল দিগন্তে বুঝি দাবানল রাজে
শুষ্ক পাতার মর্মর ধ্বনি ক্ষীণ ভাসে
ভ্রমরের আনাগোনা পাখে বীণ বাজে।
মধুময় ঋতুরাজ বসন্ত বিলাসে
চরাচরে রক্তরাগে বিরাজিত রাশে।