যুগের স্রোতে কত জীবনই পাল্টে যায়,
পুরাতন অনেক মিথ্যে প্রকাশ পায়।
অহং বশত, জেদ বশত সম্পর্ক বেড়াজালে,
আসে পরিবর্তন হঠাৎই জীবনের পালে।
প্রীতির বাঁধন ছিঁড়ে ফেলে স্বার্থ দ্বেষ নিয়ে
বদলে ফেলি জীবনটাকে বিবেক জলাঞ্জলি দিয়ে।
যুগের স্রোতে কত জীবনই পাল্টে যায়,
পুরাতন অনেক মিথ্যে প্রকাশ পায়।
অহং বশত, জেদ বশত সম্পর্ক বেড়াজালে,
আসে পরিবর্তন হঠাৎই জীবনের পালে।
প্রীতির বাঁধন ছিঁড়ে ফেলে স্বার্থ দ্বেষ নিয়ে
বদলে ফেলি জীবনটাকে বিবেক জলাঞ্জলি দিয়ে।