চড়ক যে হয় সদা, গরমের বেলাতে,
চৈত্র মাস শেষে গাজনের মেলাতে।
গৈরিক ধারি কত সাধুদের ভেলকি,
গাঁজা ভাঙ খায় সবে মুখে নেয় কলকি।
চড়কের দন্ডতে দেয় পাক চড়কি,
শূন্যতে ঘোরে বন্ দেখায় যে ভড়কি।
মেলা বসা চত্বরে নানাবিধ দোকান,
মানুষের ঢল নামে মিলনের সোপান।
বিচিত্র খাওয়ার পসরায় সাঁজানো,
ছেলে বুড়ো মেয়েদের মন রঙে রাঙানো।
খুশি মনে ঘুরে সবে খায় কিনে পাপড়,
চড়কের প্রাঙ্গণে ঘ্রাণে ভরা আতর।
আগুনেতে শিখ পুড়ে জিভে দেয় ফুটিয়ে,
দেহখানা যোগবলে নেয় পেটে গুটিয়ে।
লাগে ভালো দেখে খেলা শিব পূজা গাজনে,
শিহরণ উঠে গায় জাগে ত্রাস মননে।