আষাঢ় মাসে বৃষ্টি ফাঁকে
রোদ্দুর প্রখর রাজে,
ঘেমে হাঁপাই বেজায় তাপে
মন লাগে না কাজে।
হঠাৎ আকাশ জীমূত ঘন
ঝমঝম বৃষ্টি ঝরে,
ক্ষণিক পরেই রৌদ্র হাসে
ভুবন তাপে ভরে।
রোদ ও বৃষ্টির দোলাচলে
উষ্ণ আবেশ ভবে,
স্বেদ বারিধার গাত্রে বহে
শরীর অস্থির সবে।
মাঝে মাঝে মেঘলা আকাশ
স্বস্তি কিছু দানে,
হালকা শীতল বাতাস তখন
শান্তি আনে প্রাণে।
কখনো রোদ কখন বৃষ্টি
বাদল আষাঢ় বেলা,
ভালোই লাগে মাঝে মাঝে
রোদ ও বৃষ্টির খেলা।