রবীন্দ্রনাথ প্রাণের ঠাকুর
বিশ্বসেরা কবি,
বঙ্গবাসীর আবেগ আধার
ভারত দেশের রবি।
সাহিত্য ও কাব্য জগৎ
সৃষ্টিতে তাঁর ভরা,
প্রাতঃস্মরণীয় কবি –
হৃদয় আলোক করা।
বাইশে শ্রাবণ প্রয়াণ দিনে
করি তোমায় স্মরণ,
বিশ্বজুড়ে আসন তোমার
আছো অমর ভুবন।
তাইতো তুমি ধরিত্রী মাঝ
খ্যাত কবিগুরু,
তোমার সৃষ্ট কাব্য গাথায়
শিশু জীবন শুরু।
দুই বাংলার প্রিয় কবি
রয়েছো হৃদ ধাম,
আজ তোমার তিরোধান দিবস
জানাই চরণে প্রণাম।