এই পথ চলা ,কথা বলা , যদি কোনদিন হয় শেষ –
যদি নিভে যায় বাতি ,নাই থাকে সাথী , হয় প্রাণ নিঃশেষ ?
তোমার দুয়ারে থাকবে চরণ ধূলি –
আকাশে বাতাসে ভাসবে আমার গানের কলি ,
সেটাই হবে আমার প্রানের চিরঅঞ্জলি ।
যে কথাটি কখনও হয়নি বলা ,মেটেনি মনের ক্ষেদ –
ভালবাসি জেনে রেখ ,যদিও পাইনি কিছুই ,করিনি তবু জেদ।
কত দিন আর কত সুদূর ,আমায় প্রেমহীন দেবে ফেলে ?
পার তো পৃথিবী আমার সমাধিতে দ্বীপ দিও জ্বেলে ।
যদি আবার ফিরে আসি ,যেন শুধু প্রাণ ভরে ভালবাসি-
প্রতিটি শুভ্র সন্ধ্যায় , ফুল নিয়ে রাশি রাশি ,মুখে যেন থাকে হাসি।
ডেকে ডেকে দোরে দোরে,বুক ভরে জোরে জোরে,বলব এ পৃথিবীতে –
সবার আছে অধিকার,আছে অধিকার হাসিতে।
হিল্লোলিত মুখরিত ছবিতে –
হাজার কবি লিখবে গান,অতৃপ্ত অন্তরে প্রেম জাগাতে।
একদিন অশান্ত পৃথিবী পাবে শান্তি ,
নব প্রভাতের আনন্দধারায় দূর হবে যত ক্লান্তি,
নব রবির কিরণ সম্পাতে মুছে যাবে ভুল ভ্রান্তি।