পাল্টে গেছে সময় পাল্টে গেছে সমাজ সংস্কৃতি,
অসম জোয়ারে ওলটপালট তাই মানুষের মতিগতি,
সোনা ছেড়ে ধুলোবালিছাই ধরার বেড়েছে আকুতি;
এই দুঃসময়ে বাঁচতে হবে আঁকড়ে শুধুই অতীত স্মৃতি।
পাল্টে গেছে সময় চায় না সন্তানেরা গুরুজনের আশীষ,
দিকে দিকে স্বঘোষিত দিগ্বজ ছড়াচ্ছে বিষ,
সময়ের পাকদণ্ডীতে ঘুরে ভালো-মন্দের মিলমিশ-
দেখেশুনে উদার হৃদয়ে ধরছে জ্বালা অহর্নিশ।
পাল্টাচ্ছে সময় পাল্টে গেছে শৃঙ্খলার অবধারণা,
অধৈর্য এখন প্রকৃতি তাই সইতে হবে জাগতিক বিড়ম্বনা,
ঋতু পরিবর্তনে আর জাগে না বাহ্যিক উন্মাদনা;
বিকোচ্ছে প্রেম কথার ফুলঝুরিতে অন্তরে নিয়ত যন্ত্রণা।
পাল্টে গেছে সময় পাল্টে গেছে আত্মিক মিলনের বহিঃপ্রকাশ,
চিঠি দেওয়া নেওয়া গেছে ফুরিয়ে মোবাইলে চলে ফিসফাস,
যান্ত্রিক হলো সম্পর্কগুলো ভালবাসা ফেলে দীর্ঘশ্বাস;
অমূল্য বলে খ্যাত সময়ের পালে হাওয়া বয় আজ উদাস।
পাল্টে গেছে সময় পাল্টে গেছে বোহেমিয়ান শিক্ষা,
চাকরি জোটেনা শিক্ষিতের অযথা দেয় পরীক্ষা,
কাটবে বেকার জীবন গুরু রাজনেতার পেলে দীক্ষা;
সময়ে গদি পাল্টালে অসদগুরু কিন্তু পাবে না রক্ষা।।