কেন যে সেদিন ………
দেখা হয়েছিল এভাবে ?
কেন যে সেদিন ……….
সেঁধে সেঁধে পরিচয় করেছিলাম আমিই নিজে ?
কেন যে সেদিন ……….
অমন ভাবেই জীবন ধরা দিল ঐ ক্ষণে ?
কেন যে সেদিন ……….
আমিও তাকালাম তোমাদের দিকে ওভাবে আনমনে ?
কেন যে সেদিন …………
আমার ঐ আনমনে তাকানোই হয়ে গেল স্বতন্ত্র মন
কেন যে সেদিন ………….
পরিচয় হওয়ার আগে ভাবিনি আরও কিছু দীর্ঘক্ষণ ?
কেন যে সেদিন ………..
ভাবনার আকাশটাও ছিল না মেঘলা ?
কেন যে সেদিন …………
আর নতুন করে ভাবতে পারলাম না জীবনে আমি বড় একলা ?
কেন যে সেদিন …………
না বলা কথার পাহাড়ে চড়ে পাইনি খুজে নিরালা
কেন যে সেদিন …………
স্মৃতির পাতায় মন রেখে ফিরে যেতে পারিনি অতীতে ?
কেন যে সেদিন ………..
ধূসর আবহাওয়ার মাঝেও সময় ডুবেছিল অন্য গতিতে
কেন যে সেদিন …………..
সব ছিল তবু ছিল না তোমার অন্য অনুভূতি
কেন যে সেদিন …………
চিনেছিল সবাই চেনেনি কেবল তোমার অনুভূতি
কেন যে সেদিন ………..
পরস্পরের শরীর বলেছিল কিছু কথা
কেন যে সেদিন; বেজেছিল মনবীন; শব্দের মাঝেও ছিল গভীর ব্যথা
কেন যে সেদিন……….
যত ইতিহাস সব প্রশ্নবোধক চিহ্ন হয়েছিল ?
কেন যে সেদিন …………
সব উত্তর গুলো মুখোশের তলায় লুকিয়ে ছিল ?কেন যে সেদিন …………
বঞ্চিত কয়লার চেয়েও কালো গল্পগুলো সত্যি হয়নি ?
কেন যে সেদিন ………
শরীরের সমস্ত ময়লাগুলো করেনি হয়রানি ?
কেন যে সেদিন……?কেন যে সেদিন…….? কেন যে সেদিন……..?
কেন যে সেদিন…………
জ্ঞান চক্ষু টাও মিথ্যের চাদরে শত ডুব দিয়েছিল
কেন যে সেদিন …………
তথ্যবহুল অতিবাহিত ইতিহাস কলঙ্ক নিয়েছিল ?
কেন যে সেদিন ……….
অধরার মাঝেও ধরা দিল কিছু ব্যর্থময় প্রমাণ ?
কেন যে সেদিন ………..
ঘুরে ফিরে আকাশ মাটি এক হয়ে গেয়েছিল গান ?
কেন যে সেদিন …?কেন যে সেদিন ……?কেন যে সেদিন…..?