হয়তো ভেবেছিলে বিরহী চিত্তে ভাববো তোমারই কথা,
ভুলেও ভেবো না আজও বুক জুড়ে অভিমানী ব্যথা,
আমি সেই সবলা নারী লিখবো নব নব রূপকথা,
কঠিন বাস্তব আঁকড়ে আছি তাই স্বপ্নে ভাসিনা অযথা।
আত্মার জোরে লড়াই আমার শরীরে নেই উত্তেজনা,
বয়সের ভারে ন্যুব্জ তবুও অসহায় জেনো আমি না,
আমার আক্রোশে আজও কুরুক্ষেত্র প্রস্তুত ভুলো না,
আমি সেই আদি অকৃত্রিম বিদ্রোহিনী বঙ্গ ললনা।
কখনও আমায় স্বয়ং মহাদেব ধারণ করেছেন জটায়,
কখনও রণচণ্ডীকে থামাতে ঠাঁই নিয়েছেন পায়ের তলায়,
দ্রৌপদীর মতোই যে দুঃশাসনের রক্তে চুল ভেজায়;
আমিই সেই নারী যুগে যুগে বাঁচি অন্যায়ের বিরোধিতায়।
তবু যাপনের অনুপুঙ্খে কিংবা পথ দানবদের অত্যাচার,
সবলার কণ্ঠরোধ করার অপপ্রয়াস চলছে দেখি নিরন্তর,
জেনো এই বিশ্বে আমার রাতুল চরণ পড়বে না বারংবার;
ধিক ধিক করে জ্বলবে ক্রোধের চিতা বিপন্ন করতে সংসার।।