এতো কাল ভাবতাম হবেনা আর আমার জন্মান্তর,
এই এক জীবনেই অমৃত শুষে নেবো আমি নিরন্তর,
তুচ্ছ করে উচ্চাশা অমরাবতীর খুলে দেবো দ্বার;
অতৃপ্ত ইচ্ছেরা তথাপি বিদ্রোহী আজ, দিচ্ছে বাধা সংস্কার।
শুনেছিলাম এই জগতটাকে জড়িয়ে আছে মায়া,
তাই অবজ্ঞা করেছি সাদা-কালো কলুষিত ছায়া,
তবু প্রাপ্তির বাসনায় বিভোর আজও সুপ্ত হিয়া;
তাই সম্ভব নয় আর না ফেরার দেশে থেকে যাওয়া।
ওদিকে রূপ, রস, গন্ধে আচ্ছন্ন এই বিব্রত আসক্ত জীবন,
সুন্দরের প্রেমেই আবিষ্ট হয়ে আছে আজও এই অসহায় মন,
এ কোন আবেশে রোজ জড়ায় প্রভাতী সূর্য কিরণ;
পাখপাখালিদের আবদারে ব্যস্ত থাকি যে অনুক্ষণ।
ভিড় করে আসে অতীতের দুঃখ-সুখের যাবতীয় স্মৃতি,
প্রেমে অপ্রেমে নিজেই বাড়িয়ে চলেছি আপন দুর্গতি,
এতো আকাঙ্ক্ষার লালসা আছে বলেই ব্রক্ষ্মজ্ঞানে নেই মতি;
ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েই জীবন রেখায় টানবো যতি।
এই জন্মের সব অপ্রাপ্তি আসছে জন্মে করবো উসুল,
অজ্ঞতার কাটিয়ে আঁধার শুধরে নেবো সমস্ত ভুল,
আবারো তবে বাসবো ভালো রাতের রজনীগন্ধা ফুল;
যুগদ্রষ্টা হয়ে জন্মান্তরবাদের চর্চায় থাকবোই মশগুল।।