আমরা সবাই যেন
এই পরিবারের একজন ভাগ চাষী
ভাগের ফসলের ভালো ফসল সকলে নিতে চায়
খারাপ ফলনের অংশীদার কেউ হতে চায় না
সুখ স্বাচ্ছন্দ ;আল্লাদ আবদার ;স্নেহ ভালোবাসা ; জীবনে ভবিষ্যতের সিঁড়িতে ওঠানামার
সবটুকুই পাওয়া যাবে এই ভাগচাষীর থেকে
শুধু চাষির খারাপ সময় বা খারাপ ফলনের দায়িত্ব নেওয়া যাবে না।
হঠাৎ অন্ধকার নেমে আসে চাষীর লাঙ্গলের ফলায়
ভাগ চাষীর সব প্রিয়জন পালিয়ে গেছে বহুদূর
ভাগচাষী মুখ থুবড়ে পড়ে আছে মাঠের ধারে
লাভ লোকসান ,জীবন ভবিষ্যৎ
সবই এখন প্রকাশিত আর্তনাদ।