সকলেরে বানিয়ে শয়তান
যে ব্যাক্তি নিজেকে বানাতে চায় ভগবান
আমি বলবো তাকে, সে নিজেই একটি বড় শয়তান।
আমি এভাবেই কথা বলি, এভাবেই পথ চলি,
এর ফলে অনেকেই আমাকে দেয় বড্ড গালাগালি
মনে মনে ভাবি আর মেনে নেই, এগুলোই আমার সাজা
স্পষ্ট বাক্য আর চোখে চোখ রেখে প্রতিবাদের ভাষায় আমি কখনো কখনো নিজেকে বানাই রাজা।
তোদের তো আছে অনেক কিছু, খেয়ে নে পেট পুরে
খালি পেটেই না হয় ছুটবো আমি, দেখা হবে একদিন নতুন ভোরে
বাক্য আলাপ আর অভিশাপ থাকুক শুয়ে এক বিছানায়
পুড়ে মরবি শালা তোরা সব দেখিস ঐ শেষ সীমানায়।
হয় হোক মেঘে মেঘে ঘর্ষণ, তবু এখনই হবে না তো বর্ষণ
বিনিময় প্রথা চেটে খায় চাটুকারিতা, হেসে হেসে স্বার্থরা করে করমর্দন
বিশ্বাসের নিঃশ্বাস হবে হবেই ধুলিস্যাৎ,
তুমি বাঘের ছানা,বিড়ালের ছানা,হরিণের ছানা—-
হও সে যেই জনা, তুমিও হবে, হবেই হবে কুপোকাৎ।