আমিও একদিন-
তোমাদের সাথে মুক্তির গান গাইবো
আমিও একদিন –
তোমাদের সাথে পরাধীন নাগরিকের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা ভেবে প্রতিবাদের নাও বাইবো,
আমিও একদিন –
একত্রিত সুরে সুর মিলিয়ে বহু দূরে হেঁটে যাবো
আমিও একদিন –
সব বাধা-বিপত্তিকে উপেক্ষা করে ঘেরাও করবো সংসদ ভবন ,ঘেরাও করবো রাজভবন ,ঘেরাও করবো নবান্ন।
হয়ে যেতে দেব না এভাবে সব কিছু বিপন্ন।
আমিও একদিন –
প্রতিবাদের মুখপাত্র হব
প্রতিবাদ এবং আর্তনাদের মাঝামাঝি দাঁড়িয়ে ঝলসানো রুটির অর্থ বলে দেবো,
আমিও একদিন –
সব খেলার খোলসে ঢুকে ছিড়ে ফেলবো গোপন রহস্যের জাল
আমিও একদিন –
আসন পাতা ভাষণের মহড়ায় নাড়া দেব
আমিও একদিন –
ঘুমন্ত সাগরের বুকে দুরন্ত ঢেউয়ের বার্তা দেবো
আমিও একদিন –
নীরব জাতির মুখের বুলির শব্দ হব
আমিও একদিন –
অতল সমুদ্রে তলিয়ে যাওয়া পাহাড়ের দীর্ঘ শৃঙ্খের মুক্তির প্রকাশ হয়ে ধরা দেব
আমিও একদিন –
যন্ত্রণায় বিভোর হওয়া মনুষ্য লোকের বাসনার গান শোনাবো
আমিও একদিন –
এই জীর্ণ দসার ভুল ভেঙ্গে ফুল ফোটাবো
আমিও একদিন –
দেশাত্মতায় ভর করে বিশ্ব ভরে ভারতবাসীর প্রতীক হয়ে রবো
আমিও একদিন, আমিও একদিন-
বিশ্বব্রহ্মাণ্ডে প্রলয় ঘটিয়ে নব সূচনার নবভাবনায় নব দিগন্তের নিশানা কব।