বেদনার কোলে দোল খায় বিরহ
সুখ ও স্বাচ্ছন্দের মাঝেও উঁকি দেয় কলহ
কলহের জল ছবি এঁকেছিল কোন কবি
আমি তুমি এক সুর, আছি তবু বহুদূর
সদা মনে হয় যেন জীবনটা বড়ই মতলবী
কারা ছুটে গেল ? কারা ছুটে এল ?
কত কিছু স্মরণে এলো
স্মৃতি থেকে সব কিছু মুছে গেল
ঘুরেফিরে সেই বেদনার বিবরণ করে আজও আমন্ত্রণ
ভেসে উঠেও সবই আবার তলিয়ে গেল,
অজানারে জানা যায় বোঝা যায় না
কল্পনার পাথরকে ভাবা যায়, ধরা যায় না
ঠিকানা বিহীন একটা কল্পনার আঁতুড়ঘরে আমরা সবাই নবজাত
তারি মাঝে মেঘে ঢাকা ইতিহাস
আমি কোন এক প্রাতঃ