মেঘেদের গল্পে আজ নেই স্বাদ
ওরা বলে , আমাদের গায়ে এঁকে রাখা
প্রেমিকের স্বপ্নের গল্প বৃষ্টির আকারে
যদি ঝরে , মিলবে দেখ কেবলই অবসাদ ।
দেয়ার গায়ে লেগেছে আগুন ধুকধুক ফসলের যৌবন
পাখিদের গাল শুকিয়ে আকাল
বেলাভুমী মুছে ফেলে বর্ষার গান ,
রুষ্ট পথিক ঘাম দিয়ে নাম লেখে
এসো বরষা , এসো বরষা , তুমিই ভরসার প্রান ।
মানুষতো হয় মানুষেরই শত্রু
গাছ কাটে অহরহ , নেইতো বালাই , হয়না যে ভীরু ।
বর্ষার বিবর্তন রুপি সাধনার সূত্র মানবের বিহ্বল যাত্রা
অলক্ষ্যে নির্বোধ গমন তাহাদের বাড়িয়েছে মাত্রা ।