আমি যখন থাকবো না আর
মিথ্যে মনস্তাপ,
সংসার ধর্ম চালাতে হয়
করো আমায় মাপ।
একদিন আসবে শেষের সময়
যাবো স্বর্গের ঘর,
কাঁদবে কেন এটাই নিয়ম
মানুষ হবে পর।
সুখের দুখের সাথ কেটেছে
জীবন যাত্রা ভর,
বিদায় দাও গো এবার তবে
উঠবে জানি ঝড়।
খুঁজে খুঁজে ক্লান্ত তুমি
আমার আপন জন,
দুখের পাথার পার করো হে
মানো বিদায় ক্ষণ।
কর্ম করে বেঁচে থাকা
জগৎ মাঝে ঠাঁই,
আয়ুর শেষে পরপারে
মুক্তি লাভ যে পাই।