ভাবনা যে আসছে মনে
স্মৃতির মাঝে বাজে,
তোমার কথা মায়ের কথা
বিয়োগ ব্যথা মাঝে।
অট্টালিকায় বসত মোদের
বাতিল কেন তবে,
বৃদ্ধ বলেই ফেলতে হবে
এমন কেন রবে।
নতুন মাঝে চলছে বেগে
যুগের তালে সবে,
ভাঙলে পরে গড়তে পাবে
টিকবে তবে ভবে।
ভাঙা গড়ার খেলার মাঝে
জীবন নদী বহে,
প্রতিশ্রুতির টানা পোড়েন
আপন রূপে রহে।
এগিয়ে যাও সার্থক করো
নবীনের ডাক শোনো,
স্মৃতির মাঝে থাকবে বেঁচে
হৃদয়ের হাঁক গোনো।