প্রকৃতির লীলাখেলা পৃথ্বী পর হাসে,
প্রস্ফুটিত কুসুমেরা গন্ধ বিতরণে।
প্রজাপতি পাখা মেলে ধায় পুষ্প বনে,
অর্ক দ্যূতি পুষ্প বনে দূর্বা দল ঘাসে।
ইন্দ্রধনু সেতু আঁকে নভ মাঝে ভাসে,
নীলকণ্ঠ পাখা মেলে পুজো এল মনে,
সপরিবারে শারদা এলো শিব সনে,
শারদীয়া পুজো হবে এ আশ্বিন মাসে।
বাপের বাড়িতে দুর্গা রবে দশ দিন,
হৈ হট্টগোলে কাটবে বাজে খুশি বিন।
ঋতু রানি কহে কানে হেমন্তের বাণী,
কাঁথা গায়ে সুখ মাখে ভোর বেলা শীতে।
খেজুরের রস ধরে ভেজে গলা খানি
বৈচিত্র্যের ডালা খানি ভরে দিলো গীতে।