গরমেতে জ্বলে গেলো স্পষ্ট নয় দৃষ্টি ,
বৃষ্টি পড়ে ছিটেফোঁটা ধ্বংস হচ্ছে সৃষ্টি।
দাবদাহে ফুটিফাটা জমি বর্ষা এসো তুমি
মাটি ফেটে একাকার কাঁদে দেখো ভূমি।
দাবানলে জ্বলে পুড়ে বেঁচে থাকা দায়
আগুন নভে লেগেছে মরে যাচ্ছি তাই।
গরমেতে জ্বলে গেলো স্পষ্ট নয় দৃষ্টি ,
বৃষ্টি পড়ে ছিটেফোঁটা ধ্বংস হচ্ছে সৃষ্টি।
দাবদাহে ফুটিফাটা জমি বর্ষা এসো তুমি
মাটি ফেটে একাকার কাঁদে দেখো ভূমি।
দাবানলে জ্বলে পুড়ে বেঁচে থাকা দায়
আগুন নভে লেগেছে মরে যাচ্ছি তাই।