আঁধার ফুঁটে উজল রবি
দেখায় পুবের ভোর,
পাখ পাখালি. ঘুরে বেড়ায়
খুলে মনের দোর।
মনের আঁধার কাটাও তুমি
নয়তো হবে হার,
ধৈর্য ধরে কর্ম করো
বিপদ হবে পার।
চিন্তা শক্তি বাড়াও তুমি
করতে হবে জয়,
পাহাড় পর্বত মরুসাগর
লাঙ্ঘে নাহি ভয় ।
আলো কালো পাশা পাশি
থাকে সদা ভাই,
সময়কালে যাবে দূরে
শক্ত থাকা চাই।
তোমার কর্ম তোমার ধর্ম
সঠিক পথটি চায়,
ধৈর্য ধরে চললে পরে
দিশা তবে পায়।