মম স্মৃতির স্মরণিতে
লেখা তব নাম,
কোথায় আছো বন্ধু তুমি
জানি না যে ধাম।
আশা আছে খুঁজে পাবো
বাল্যকালের প্রেম,
ফেসবুকেতে খুঁজতে বলে
বাল্যসখী হেম।
মনে পড়ে সকাল হলে
পারতে যেতাম ফুল,
লুকোচুরি খেলার সময়
টেনে দিতে চুল।
ওগো বন্ধু পুকুর ঘাটে
করতে যেতাম স্নান,
হঠাৎ হঠাৎ ছন্দ করে
শোনাতে যে গান।
বারো ক্লাসের পরে বন্ধু
হারিয়ে যে যাই,
তোমার কথা মনে পড়ে
লিখে রাখি তাই।
তারপরেতে বহু বছর
পার হয়েছে যুগ,
ফেসবুকেতে ছদ্মনামে
সোনামুখী মুগ।
অবাক হয়ে হেসে মরি
এটা কেমন নাম!
মুখটা কেমন চেনাচেনা
সন্দেশখালি ধাম।
ফেসবুকেতে পরখ করি
চলতে থাকে খোঁজ,
মনে হচ্ছে বাল্যসখা
কথা হচ্ছে রোজ।
মনের কথা মনেই থাকে
বুড়ি আমি ভাই,
ছোটবেলার বন্ধু কিনা
জিজ্ঞেস করা যায়!
কলম সৈনিক পরিবারে
দেখতে তোমায় পাই
সেই কথাটি চুপিচুপি
লিখে রেখে যাই।