ভবের হাটে বিকিকিনি
চলতে থাকে রোজ,
লাভ লোকসানি যে চিরন্তন
টনক পড়তেই খোঁজ।
ভবের হাটে কোথায় মেলে
অফুরন্ত সুখ,
ভুল পথেতে চলার ফলে
জুটছে শুধু দুখ।
ভবের হাটে মারামারি
কোলাকুলি চলে,
পদস্খলন হলে তখন
ব্রহ্মাণ্ড যে টলে।
ভবের হাটে বিকিকিনি
চলতে থাকে রোজ,
লাভ লোকসানি যে চিরন্তন
টনক পড়তেই খোঁজ।
ভবের হাটে কোথায় মেলে
অফুরন্ত সুখ,
ভুল পথেতে চলার ফলে
জুটছে শুধু দুখ।
ভবের হাটে মারামারি
কোলাকুলি চলে,
পদস্খলন হলে তখন
ব্রহ্মাণ্ড যে টলে।
Powered by WordPress