শীতের ভোরে শিশির ভেজা ঘাসের পড়ে হাঁটি
সাতসকালে ঠাণ্ডা লাগে নরম যেন মাটি।
শিশির কণা মুক্ত যেন গাছের পাতা পরে
শবনম যে শিশির সাথে দীঘির জলে ঝরে।
ভোরের বেলা শিশির মাখি খেজুর রস খেতে
গাছি তখন খেজুর গাছে হাঁড়িটা রাখে পেতে।
শিশির দেখি পড়ছে ঝরে পদ্ম পাতা পরে,
বিহঙ্গেরা শিশির মেখে কিচকিচানি করে।
নদীর জলে রুপোলি মাছ আছড়ে গিয়ে পড়ে
শবনম যে শিরের পরে অসুখ দেখি ঘরে।
শিশির মেখে জবা কসুম খিলখিলিয়ে হাসে
টাপুর টুপ হিম শব্দ অঘ্রায়ণ মাসে।