গন্ধহীনা কুসুম তুমি
সারাবছর ফোটো,
রবির সাথে প্রেম যে দেখি
সূর্যালোকে ওঠো।
হলুদ রঙের গোলাকার
সূর্যের মতো বড়ো,
খয়েরী বীজ ফুলের মাঝে
সূর্যাস্ততে ঝরো।
সৌর পানে চেয়ে থাকো
সূর্যমুখী বলি,
ফুলের বীজে তেল উৎপাদন
উপকৃত কলি।
সূর্যমুখী সূর্যমুখী
আদর করে ডাকি,
সূর্য অস্তে ঝিমোও দেখি
দিলে তুমি ফাঁকি।