বৌমা তোমায় দেব গয়না
দেব বাড়ি গাড়ি ,
একটি মাত্র ননদ তোমার
করছ কেন আড়ি!
পুজোর সময় কিনে দেব
পিওর সিল্কের শাড়ি।
জামা যদি পরতে চাও
কিনে দিতে পারি।
চাবির গোছা দিতে পারি
রান্না করতে চাও
সকল সময় ঘরের খাবার
রান্না করে খাও।
কথায় কথায় খাবার অর্ডার
শরীর খারাপ হবে
শাশুড়ি মা খারাপ ভাবো
মরবে ভাবছ কবে!
কথায় কথায় চোখেতে জল
আমি কিছু বলি!
অন লাইনে জিনিস আসছে
কালটা হলো কলি।
রাগ করছ বৌমা আমার
আলাদা হয়ে যাবে!
মনে হয়তো অনেক তুমি
শান্তি খুঁজে পাবে।