বড়কি গেছে বাপের ঘরে
মেজোর গায়ে জ্বর,
ছোটকি রাঁধবে লাউয়ে চিংড়ি
দখল হেঁসেল ঘর।
বড়কি গেছে বাপের ঘরে
মেজোর গায়ে জ্বর,
সংসার দেখো গোল্লায় গেলো
উপোস করে মর!
শ্বশুর মশাই কাঁদো কাঁদো
পেটে মারে ডন,
কাজের মাসির হাতে রান্না
ভাঙতে হবে পণ!
নিচু জাতের ছোটকির হাতে
খেতেন নাতো কেউ,
শ্বশুর মশায় ক্ষিধের চোটে
কাঁদছিলেন ভেউ ভেউ।
পাশের ঘরে নানান গন্ধ
উদাস করে মন,
শ্বশুর মশায় মেজোর পেটে
ছুঁচোয় করে রণ।
ছোটকি এসে বলে শুধু
রাঁধছি ভাপা কৈ,
সবাই মিলে খাব আমরা
আনছি কিনে দৈ।
মেজো বলে জ্বরের মুখে
খেতে ইচ্ছে লাউ,
বাবার সাথে আমিও খাব
হলাম আমি ফাউ।