বৃষ্টি তোমায় বরণ করি
অবশেষে এলে
দাবদাহে কষ্ট দিয়ে
ভীষণ মজা পেলে।
বৃষ্টি তুমি প্রাণের পরশ
দাবদাহে স্বস্তি;
বৃক্ষরাজি প্রাণীকুলে
লাগে দেখো মস্তি।
বৃষ্টি এলে পুলকিত
ময়ূর কেমন নাচে;
বৃষ্টি ছাড়া গাছগাছালি
কেমন করে বাঁচে!
বৃষ্টি তুমি প্রাণের সঞ্চার
কিশলয় যে হাসে;
অধিক বৃষ্টি ভয়াবহ
বন্যার জলে ভাসে।
বৃষ্টি হলে টইটম্বুর জল
খেলা করে মৎস্য;
বৃষ্টি – মেঘের অটুট বন্ধন
জেনে রাখুন বৎস।