উজাড় বনে শিয়াল রাজা
হুক্কা হুয়া করে
চক্ষু খুললে নকল রাজা
সারা রাজ্য জুড়ে।
বিবেক বলে এমন কথা
বলছ কেন তুমি!
শার্দুলের দল ছুটে এসে
উচ্ছেদ করবে ভূমি!
বাঁশের চেয়ে কঞ্চি বড়ো
সেটা আমার জানা
সত্য কথা বলতে আমায়
করছ না’কি মানা।
নকল রাজার সঙ্গে এখন
হুক্কা হুয়া করি
তালে তালে তাল মিলিয়ে
সুখের স্বর্গ গড়ি।
কেশর বিহীন শিয়ালের দল
আচরণ যে রাজার
পাশা যখন উল্টে যাবে
সময় আসবে সাজার।
নকল রাজার আসর দেখো
হবে নিশ্চয় বন্ধ
নয়ন থাকতে এখন আমরা
হয়ে আছি অন্ধ।