তুই সূর্য, আমি তোর আকাশের বুকে চাঁদ।
তোর আলোয় আমি হই উজ্জ্বল
করি ঝলমল।
তুই রেগে অভিমান করলে আমার বুকে নামে আঁধার।
তোর আমার ভুবন জুড়ে অমবস্যার ঘোর অন্ধকার।
দূর থেকে সেদিনের মতো আজও কি তুই বুঝতে পারিস
বন্ধুর চোখে জল বৃষ্টি ফোঁটায় টলমল!
দূর্গম পথে যতই মুশকিল আসুক জীবনে,
বলা শব্দ গুলোতে বালিশ ভিজে যাক অভিমানে,
তবুও হাল ছেড়ে না বন্ধু ,হাতে হাত টি ধরে রেখো পথ চলায়।
তুই যখন উদাস মনে রাতের আকাশ দেখিস,
আমি তোরই বুকে সাদা একথালা জোছনা মাখা চাঁদ।
সারাটা দিনে কাজের অবসরে,
তোকে ছুঁয়ে উড়ো মেঘে বৃষ্টিতে তোর হৃদয়ের বারান্দায় ঝরি,
তোর ক্লান্তি যাপনের একাকিত্বের ঠিকানায়।