নিঃস্ব থেকে উত্তরণের সড়কটি আজো
ভাসা-ভাসা মনশ্চক্ষুতে।
তবুও সাধ থেকে সাধ্যের তাড়নায়
কিছুটা প্রশমনের ইশারা নয় সুদূরে,
উজ্জ্বলতায় হয়তো পাব খুঁজে জীবনের প্রতিঘাতে।
হয়তো দুটি হাত বাড়িয়ে মুক্তির উল্লাসে
হৃদয়ের বদ্ধ আগলগুলি
খুলতে খুলতে খুলতে
আবার হাজির সাহারায় মরুদ্যান,
তখন মরুর বুকে আর ক্যাকটাসের
কোনো উচ্ছ্বাস নয়,
মানুষটা তখন মানুষের মতন হয়ে
পাবেই অন্তরে খুঁজে গোপন সম্পদ।
এবার আরো আরো দৃঢ় প্রত্যয়ে
মানুষটা এগোবেই ঝলমলে ভবিষ্যতের দিকে।
নিঃস্ব থেকে এভাবে অব্যাহতির তসবিরে
দুঃখের মোড়কে সুখটা থাকে না মুখ লুকিয়ে।