জীবনটা সমস্যাবহুল তবু মায়া জড়ানো আবেগ ।
কখনও রৌদ্র ঝলোমল ,
কখনও মাথার উপর ছেয়ে কালো মেঘ ।
নানান সমস্যায় জর্জরিত এই ধরাতল ,
তবু এখানেই লুকিয়ে যত আবেগ ।
এখানেই রয়েছে উৎসাহ – উদ্দীপনা ।
এত কলহ , তবু এখানেই বনিবনা ।
সার্থক জীবন আমার মনুষ্য জনম পেয়ে ।
হেথা ছেড়ে চাই না যেতে সুখের স্বর্গে ।
এখানেই বেশ আছি, ভালো আছি ,
মাটির কাছাকাছি ।
সুখে – দুঃখে দিব্যি আছি ,
প্রানের কাছাকাছি ।
এসো এখানেই মরি-বাঁচি ,
একে অপরের পাশাপাশি ।
থাকতে রাজি উপবাসী ,
অর্ধাহারও পারি মেনে নিতে ।
কারণ, নিজেরে আমি পেয়েছি খুঁজে, এই মাটির পৃথিবীতে ।