পৃষ্ঠা জুড়ে আমার জীবনী ,
হয়তো লেখা হবে না কোন দিনই ।
তোমাদের মতো, নাম, যশ, খ্যাতি হয়তো পাব না ।
কিন্তু এটুকু জানি যে, আমি মুছে যাব না ।
সৃষ্টি আমার বিশ্বব্যাপী না হোক ,
হয়তো ব্যক্তিগত গ্রন্থাগারের ঠাঁই দেবে কিছু লোক ,
আমার গ্রন্থারাজিকে ।
তবে যে ইতিহাস রচনার চেষ্টা করছি আজিকে ,
সফল হলেও হতে পারি ।
আশাবাদী কলম, তবে আমি হাল কেন ছাড়ি ।
বাসনার অন্তরালে তাড়না নিভৃত ।
স্বপ্নগুলো এখনও হৃদয়ে জীবিত ।
আমারও রয়েছে নাম, যশ, খ্যাতির লোভ ।
হ্যাঁ এটাই বাস্তব ।
আমি যতটা পারি, ওকে দমিয়ে রাখার চেষ্টা করি ।
কিন্তু কিছুতেই ছাড়েনা, ঐ দূরাত্মা অশরীরী ।