ঠিক কতটা শিকড় ছড়ালে
তোমাকে পাবো
বলতে পারো?
কতটা রাত
চোখের তলায় শুষে নিলে
গোলাপি হবে ঠোঁট
কতটা গোছালো হলে
দূরে থেকেও
চোখ বন্ধ করে
ছুঁয়ে দেব নরম ঘ্রাণ
হাতের ভাঁজে ভাঁজে
ফুটে উঠবে
নৌকা ভেসে যাওয়া হাসি
কত যুদ্ধের পর
বুভুক্ষু চোখ
ঢেকুর তুলবে
প্রশ্নগুলোই প্রেমিক হয়েছে এখন
আয়নার সামনে দঁড়ালে
নিজেকে দেখিনা আর