বিষাদে
পাহাড়ের মাংস খসেখসে
কঙ্কাল
তবু
শুকনো ডালে
উড়ে বসে ইচ্ছে-পাখি
অবাক হয়ে
নতুন তারার জন্ম দেখি
অতীত নদী
পথ বদলে
অন্য মুখ
ভাঙা স্বপ্ন
পূর্ণ করতে…
পূবের আকাশ
আদি আগুন প্রসব করে
বিষাদে
পাহাড়ের মাংস খসেখসে
কঙ্কাল
তবু
শুকনো ডালে
উড়ে বসে ইচ্ছে-পাখি
অবাক হয়ে
নতুন তারার জন্ম দেখি
অতীত নদী
পথ বদলে
অন্য মুখ
ভাঙা স্বপ্ন
পূর্ণ করতে…
পূবের আকাশ
আদি আগুন প্রসব করে