তোমার সন্ধানই জীবনের ব্রত
সূর্যোদয় থেকে অস্ত পযর্ন্ত
খুঁজে বেড়ায়
অসুখের ওষুধ
প্রদীপ ক্লান্ত হয়
তবু
আগলে রাখি ভক্তি
পথে পথে চিহ্ন
ঘুমন্ত বা জাগ্রত
এ ভাবেই আরো পথ বাকি
হাতে তুলে নিই
কাঁচা ধূলো
অবাক হয়ে দেখি
সাদা কালো মেশানো আলোয়
প্রশ্ন…
তুমি কি সেই?
রেখে দিই আবার
সবুজর বুকে
কান পেতে দিই
আছো?
নীরবতা কে টুকরো করি
নিঃশব্দে
বৃথা
প্রিয়তমের চোখে
চোখ রাখলেও –
অসম্পূর্ণ ঘর
এ সন্ধানেই সুখ
শান্তি ও
মোহ হীন
দীর্ঘ তপস্যায় উঠে আসে
শ্রেষ্ঠ সম্পদ